বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় উঠান বৈঠক করেছে দলটি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দ্বিগরাজ এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বিভিন্ন ধর্ম ও পেশার কয়েক হাজার নারী-পুরুষের মধ্যে ‘৩১ দফা’ বিষয়ক লিফলেট বিতরণ করেন এবং কর্মসূচির গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন।
বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বলেন, ‘এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের রোডম্যাপ। দেশের বর্তমান সংকট মোকাবিলায় এটি একটি বাস্তবসম্মত ও জনবান্ধব পরিকল্পনা।’
উঠান বৈঠকে মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মো. জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মো. হাবিবুর রহমান, মোস্তাফিুর রহমান জনি, মো. জিয়াউর রহমান, সোহেল বাবু, মোহাম্মদ গোলম ও ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ