পাবনায় গত ২৪ ঘণ্টায় পৃথক দুই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি শহরের শালগাড়ীয়া গোরস্তান পাড়ার
ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় ও অপরটি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া সুগার মিল এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর পুলিশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোরস্তানপাড়া এলাকার ডোবায় যুবকের মরদেহ দেখতে পান তারা। যুবকের গায়ে কালো টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট পরিহিত ছিল।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে, ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বাবা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরচালিত অটোভ্যান নিয়ে ভাড়া টানার
উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে তাদের বাড়ির পাশের পাবনা সুগার মিলের পাশে একটি ঝোঁপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আব্দুন নূর বলেন, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যা করে মরদেহ ঝোঁপে
ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া