চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফেনীতে একমাত্র শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল ঘোষণার পর ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এ বছর ফেনী জেলায় মোট ৪২টি কলেজের ১০ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৪৪ জন, ফেল করেছেন ৫ হাজার ৩১০ জন। জেলার সামগ্রিক পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ২৪৪ জন শিক্ষার্থী।
এর মধ্যে এককভাবে সবচেয়ে উজ্জ্বল সাফল্য দেখিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০০৬ সালের ৭ জুন প্রতিষ্ঠিত এ কলেজ ইতোমধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। এবারের ফলাফলেও তা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার বলেন, “সেনা সদরের দিকনির্দেশনা, ক্যাডেটদের আন্তরিক প্রচেষ্টা, প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর নিষ্ঠা ও নিয়মিত বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ—সবকিছু মিলেই এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া অভিভাবকদের অনুপ্রেরণাও শিক্ষার্থীদের সাফল্যে ইতিবাচক প্রভাব রেখেছে।”
তিনি আরও বলেন, “আমি সব পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।”
বিডি-প্রতিদিন/তানিয়া