ইংরেজি বিভাগে খারাপ করায় যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে ধস নেমেছে। যদিও অন্য বিষয়গুলোতে পাশের হার এগিয়ে রয়েছেন এ বোর্ডের শিক্ষার্থীরা। ফলাফল বিপর্যয়েরে পিছনে জুলাই আন্দোলনের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতিকে দুষলেন বোর্ড কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় যশোর শিক্ষাবোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম। তিনি জানান, এবার যশোর বোর্ডে পাশের হার ৫০ দশমিক ২০ শতাংশ।
এর মধ্যে ইংরেজিতে পাশের হার ৫৪ দশমিক ৮২ শতাংশ। আর বাংলায় পাশের হার ৯০ দশমিক ৯১ শতাংশ। এছাড়া মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অন্যান্য বিষয়গুলোতে যথারীতি ভালো ফল করেছেন।
তবে ইংরেজিতে খারাপ করায় সার্বিক ফলাফল পিছিয়ে রয়েছে যশোর বোর্ড। এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, জুলাই আন্দোলনে রাজপথে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি ছিল। এছাড়া নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়ন হয়েছে। এতে পাশের হার কমে এসেছে বলে তিনি মনে করেন তিনি।
এর আগে সকালে একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার ইংরেজিতে সবচেয়ে ভালো করেছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৫ দশমিক ১৬ শতাংশ। তারপরেই রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ইংরেজিতে পাশ করেছেন ৭৩ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/কামাল