সিলেটে আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাদাপাথর লুটের মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আলফু মিয়া এবং তার ছেলের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা।
এসময় তারা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আলফু মিয়ার রিমান্ড শুনানি চলছিল। এসময় বেশ কয়েক জন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে আদালতে যান।
রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সেখানে কর্তব্যরত সাংবাদিক নয়ন সরকার ও বৃত্তের উপর হামলা চালান আলফু মিয়া ও তার ছেলে। তারা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন ও ভাঙচুর করে।
এসময় নয়ন ও বৃত্তকে উদ্ধারে অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। সাংবাদিক নয়ন সরকারের অভিযোগ, তিনি খবর সংগ্রহ করছিলেন। হঠাৎ আলফু মিয়ার ছেলে তার উপর হামলা করে।
এরপর পুলিশের সামনেই হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল