পঞ্চগড়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ফুলের চারা রোপণ করেছে। উত্তরণের সবুজ ছায়া গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক ফুলের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলী কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উত্তরণের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোকাদ্দেসুর রহমান সানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মোকাদ্দেসুর রহমান সান জানান, আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিণাগুলো ফুলের সৌন্দর্য্যে সাজাতে চাই। তাহলে একদিকে যেমন সৌন্দর্য্য বৃদ্ধি পাবে তেমনি পরিবেশ স্বাস্থ্যকর হয়ে উঠবে। শুধু এটা নয় আমরা বিভিন্ন যায়গায় নানা প্রজাতীর বৃক্ষ রোপণ করব।
বিডি প্রতিদিন/এএম