বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদের অনেক বিষয়ে পূর্বে আপত্তি থাকলেও আলোচনার টেবিলে দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি সেসব ইস্যু মেনে নিয়ে জাতীয় ঐক্য গঠনে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। তবে কয়েকটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারিনি। তারা ক্ষুদ্র স্বার্থের পরিচয় দিয়ে চূড়ান্ত সময়েও তারা নানা শর্ত আরোপ করে জাতিকে হতাশ করছে।
তিনি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে শহীদদের রক্তের ঋণ পরিশোধে খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহর ধোবাউড়া উপজেলা সদরের বাজারে গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রিন্স।
গণসংযোগকালে তিনি জনসাধারণের হাতে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জনকল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট তুলে দেন।
পথ সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি গ্রাম ও শহরের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রত্যেক শ্রেণি-পেশার ও বয়সের মানুষের এবং প্রতিটি এলাকার সুষম উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহণ করবে।
তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, উৎপাদন ও প্রগতির প্রতীক।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অধিকতর তৎপর হবার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ-অনৈতিক পথে পা বাড়ালে, সে যেই হোক, তাকে ক্ষমা করা যাবে না। নির্বাচনকে নির্বিঘ্ন এবং জনগণকে আস্থায় রাখতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় সদস্য সচিব আনিসুর রহমান মনিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত