নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার গঠন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার চাই’ দাবিতে এক নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু একথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ২৪এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তাদের সমালোচনা করতে চাই না।
দুদু বলেন, মানুষের গণতন্ত্র চাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা যদি সরকার ধারণ করতে না পারে তাহলে বিপ্লব নস্যাৎ হয়ে যাবে। ভারত হত্যাকারী, লুটপাটকারীকে জায়গা দিয়েছে। সরকারকে বুঝতে হবে বেশি সময় নেয়া ঠিক হবে না।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে জিজ্ঞাসা তৈরি হয়েছে সেটা এই সরকারের কাজের প্রতিফলন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে সরকারকেই ভূমিকা রাখতে হবে।
বিডি-প্রতিদিন/শআ