রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘২য় টেকসই পানি ব্যবস্থাপনা মেলা-২০২৫।
বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউএ) আয়োজিত এ মেলাতে পানি নিরাপত্তা, পুনর্ব্যবহার এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নিয়ে নতুন ধারণা নিতে পারবেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার আইসিসিবির নবরাত্রি হলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান মিয়া।
বিডব্লিউএ’র সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক (টেক্সটাইল) ফাইজা মাহমুদ প্রমূখ।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় তিন দিন ধরে থাকবে আধুনিক পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা প্রযুক্তির প্রদর্শনী, বিনামূল্যের কারিগরি সেমিনার, শুল্ক প্রশিক্ষণ ও প্রযুক্তি ভ্রমণের ব্যবস্থা। এতে অংশগ্রহণকারীরা নতুন উদ্ভাবনী কৌশল ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আইসিসিবিতে অনুষ্ঠিত এ মেলা পানি খাতের নতুন নীতি, প্রযুক্তি ও বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাহজাহান মিয়া বলেন, পানি শুধু পান করার জন্য নয়, বাড়ি, শিল্প, যানবাহন ও কৃষিতে অপরিহার্য। ঢাকার ভূ-গর্ভস্থ জল দ্রুত হ্রাস পাচ্ছে, তাই নদী-জলাশয়ের পানির দিকে মনোযোগ দেওয়া জরুরি। ব্যবহার করা পানি পুনর্ব্যবহার ও সঠিক নিষ্কাশন নিশ্চিত করতে হবে। বর্ষাকালে পানি নিষ্কাশন ও নদী দূষণ নিয়ন্ত্রণের জন্য পরিকল্পিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেঘনা ও পদ্মা নদীর পানি ব্যবহার ও ট্রিটমেন্ট এখন শহরের প্রধান অগ্রাধিকার।
মাশরুর আরেফিন বলেন, পানি ব্যবস্থাপনায় আমরা অনেক পিছিয়ে। আমাদের এ খাতে নজর দিতে হবে। উন্নত দেশগুলোতে পানি ব্যবস্থাপনার জন্য বাজেটে আলাদা একটি বরাদ্দ থাকে। কিন্তু সেটা আমাদের দেশে নেই। সিটি ব্যাংক সবসময় এসব কাজে এগিয়ে এসেছে, ভবিষ্যতেও আসবে।
হাসিন জাহান বলেন, পানিসম্পদ আমাদের অর্থনীতি, সমাজ ও পরিবেশের মূল অংশ। সবার স্বার্থেই প্রয়োজন আধুনিক ও টেকসই পানি ব্যবস্থাপনা। প্রকল্প নির্ভর কাজের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কার্যকর উদ্যোগ নিতে হবে এখনই।
আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পানি ব্যবস্থাপনা নির্ভর করছে উদ্ভাবন, সহযোগিতা ও প্রযুক্তির সঠিক প্রয়োগের ওপর। এই এক্সপো সেই যৌথ যাত্রার অংশ।
বিডি-প্রতিদিন/বাজিত