রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫’। ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি প্রদর্শনের এ আয়োজনে অংশ নিচ্ছে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান। তারা প্রায় ২০০টি স্টল নিয়ে অংশ নিয়েছে।
বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলদেশের সাধারণ সম্পাদক মাসুদ উর রশিদ, বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন’র (বিডিকোয়া) সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক নঈমুল হোসেন খান প্রমুখ।
এফ টাচ ইভেন্টসের উদ্যোগে মেলায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টেক, ফার্নিটেক এবং সাইনেজ টেকনোলজি এক্সপো। ইন্টেক এক্সপোতে রয়েছে কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য। ফার্নিটেক এক্সপো ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশনস ও মেটাল টেক সলিউশনস। প্রথমবারের মতো সাইনেজ টেকনোলজি এক্সপোতে প্রদর্শিত হচ্ছে ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতের বিভিন্ন আধুনিক সমাধান।
মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, ডোর, স্মার্ট মিরর, হোম অটোমেশন, সফটওয়্যার, কার্টেন, বোর্ড ও ডিজাইন সেবা। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিনামূল্যে প্রবেশ ছাড়াও দর্শনার্থীদের জন্য থাকছে নানা ছাড় ও বিশেষ অফার।
জসিম উদ্দিন বলেন, দেশের ইন্টেরিয়র ও ফার্নিচার প্রযুক্তি খাত দ্রুত এগোচ্ছে। এখন অনেক মেশিনারি দেশেই তৈরি হচ্ছে, স্থানীয় কোম্পানিগুলোও বিশ্বমানের সেবা দিতে পারছে। ইন্টেরিয়র প্রযুক্তি এখন দেশের নতুন সম্ভাবনার খাত। এই শিল্প দ্রুত বিকশিত হবে, আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
মাসুদ উর রশিদ বলেন, এ মেলা আর্কিটক্টদের মধ্যে অনেক সাড়া ফেলেছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এ মেলা সম্পর্কে। তারা এখানে এসে নতুন নানা কিছু দেখতে ও জানতে পারবে। আগে কাঁচামালের জন্য আমাদের আমদানির ওপর নির্ভর হতে হতো। এখন সেটা অনেক কমেছে। দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ ফার্নিচার ও উডওয়ার্কিং সেক্টরের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি উদ্যোক্তা, প্রস্তুতকারক ও শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ।
বিডি প্রতিদিন/আরাফাত