সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়।
জানা গেছে, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে অভিযান শুরুর আগে অবৈধ স্থাপনার মালিকদের ২০ মিনিটের মধ্যে তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার ২০ মিনিট পর বুলডোজার দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান।
এর আগে ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। গত বুধবার সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়েও তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। এরপর আজ বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/জামশেদ