রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। সতেরো কেন্দ্রে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা নির্বাচন কমিশন তথ্যটি নিশ্চিত করেছে।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ভোট গণনা মেশিন হবে। যে তথ্য পাওয়া যাবে সেটা পৃথক দুভাবে গণনা হবে। শেষ পর্যায়ে উভয় তথ্য মিলিয়ে নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সব হল সংসদের পর কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে। এতে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।
কমিশনের তথ্যমতে, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১জন। এদের মধ্যে ভোট দিয়েছে ২০ হাজার ১৮৭জন। সতেরো কেন্দ্রে মোট ভোটার উপস্থিতি ৬৯.৮৩ শতাংশ।
শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৯৯৩ জনের মধ্যে ভোট দিয়েছেন ৭৩৪ জন। গড়ে ৭৩.৯২ শতাংশ উপস্থিতি। শাহ মখদুম হলে শতকরা উপস্থিত ৭৭.৭১ শতাংশ। ১৪০৯ জনের মধ্যে ভোট দিয়েছে ১০৯৫জন।
নবাব আব্দুল লতিফ হলে উপস্থিতর শতকরা হার ৬৯.১৮ শতাংশ। ১১১৩ জনের মধ্যে ভোট দিয়েছে ৭৭০ জন।
আমীর আলী হলে উপস্থিতি ৭৭.৭৮ শতাংশ। ১২৩৩ জনের মধ্যে ভোট দিয়েছে ৯৫৯ জন। শহিদ শামসুজ্জোহা হলে উপস্থিতি ৭৬.৫৩ শতাংশ। ১৩০৪ জনের মধ্যে ভোট দিয়েছে ৯৯৮জন। মন্নুজান হলের উপস্থিতি ৬৭.১১ শতাংশ। ২৩৮১ জনের মধ্যে ভোট দিয়েছে ১৫৯৮ জন।
শহিদ হবিবুর রহমান হলে উপস্থিতি ৭১.৫৫ শতাংশ। ২৪৪৬ জনের মধ্যে ভোট দিয়েছে ১৭৫০ জন। মতিহার হলে উপস্থিতি ৭৩.২২ জন। ১৮৭১ জনের মধ্যে ভোট দিয়েছে ১৩৭০জন। মাদার বখস হলে উপস্থিতি ৭১.২৫ শতাংশ। ১৮৭৮ জনের মধ্যে ভোট দিয়েছে ১৩৩৮জন।
শহিদ সোহরাওয়ার্দী হলে উপস্থিতি ৭৭.৬০ শতাংশ। ১৮৬২ জনের মধ্যে ভোট দিয়েছে ১৪৪৫জন। বেগম রোকেয়া হলে উপস্থিতি ৫৯.৬০ শতাংশ। ২১৭৩ জনের মধ্যে ভোট দিয়েছে ১২৯৫জন। তাপসী রাবেয়া হলে উপস্থিতি ৬৩.৬৬ শতাংশ। ১২৪১ জনের মধ্যে ভোট দিয়েছে ৭৯০ জন। বেগম খালেদা জিয়া হলে উপস্থিতি ৬১.৪৯ শতাংশ। ১২৭৫ জনের মধ্যে ভোট দিয়েছে ৭৮৪জন।
শহিদ জিয়াউর রহমান হলে উপস্থিতি ৬দ৭১.৬৮ শতাংশ। ১৯৬৩ জনের মধ্যে ভোট দিয়েছে ১৪০৭জন। বিজয়-২৪ হলে উপস্থিতি ৭৩.৮৪ শতাংশ। ১৫২৯ জনের মধ্যে ভোট দিয়েছে ১১২৯ জন।
রহমতুন্নেসা হলে উপস্থিতি ৬০.৭০ শতাংশ। ১৭৬৬ জনের মধ্যে ভোট দিয়েছে ১০৭২জন। জুলাই-৩৬ হলে উপস্থিতি ৬৬.৮৭ শতাংশ। ২৪৭২ জনের মধ্যে ভোট দিয়েছে ১৬৫৩ জন।
বিডি প্রতিদিন/আরাফাত