অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগেই সমস্যায় পড়েছে ভারতের ক্রিকেট দল। চার ঘণ্টা দেরিতে দেশটিতে পৌঁছালো ভারতীয় দলের একাংশ। বৃহস্পতিবার ভোর রাতে প্রথম দল পৌঁছেছে পার্থে। তাই হোটেলে গিয়ে সোজা নিজেদের ঘরে চলে যান ক্রিকেটারেরা। সকলকেই ক্লান্ত এবং বিধ্বস্ত দেখা গেছে।
এখন প্রশ্ন উঠছে কেনো এই বিড়ম্বনা কেন এমন হল?
দিল্লি থেকে ১৫ অক্টোবর সকাল ৯টার বিমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। সেখান থেকে পার্থের বিমান ধরার কথা ছিল। সব ঠিকঠাক থাকলে বুধবার রাতের মধ্যেই পার্থে পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতের। তা হয়নি। দিল্লি থেকে বিমানই ছেড়েছে প্রায় চার ঘণ্টা দেরিতে, ভারতীয় সময় দুপুর পৌনে ১টার দিকে। স্বাভাবিক ভাবেই সিঙ্গাপুর থেকে নির্ধারিত বিমান ধরতে পারেনি ভারতীয় দল।
সিঙ্গাপুর থেকে পরের বিমানে কোহলিরা পৌঁছান পার্থে। হোটেলে ঢোকেন ভোর প্রায় ৪টা নাগাদ। টিম বাস থেকে প্রথমেই নেমে আসেন রোহিত। তার পর কোহলি, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংহ, হর্ষিত রানারা একে একে নেমে হোটেলে ঢুকে যান।
অত ভোরেও ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে হোটেলে হাজির হয়েছিলেন বেশ কিছু সমর্থক। ক্রিকেটারেরা এতটাই ক্লান্ত ছিলেন যে সমর্থকদের সঙ্গে ছবিও তোলেননি।
বিডি প্রতিদিন/নাজমুল