গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাবালিকা স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত শাফিউল ইসলাম (৩০) নামে প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। সেই সঙ্গে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত শাফিউল ইসলাম উপজেলার শাখাহার ইউনিয়নের ফেসকা গ্রামের আব্দুর রহিমের ছেলে ও শহরের বিদ্যাকোষ স্কুলের শিক্ষক। অপহৃতা (১৫) উপজেলা শহরের বিএম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে, বুধবার রাতে নীলফামারী থেকে অপহৃতাকে উদ্ধার ও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ওই নাবালিকাকে গত মাসে সুকৌশলে অপহরণ করে নিখোঁজ হন প্রাইভেট শিক্ষক শাফিউল ইসলাম। এরপর ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীর অভিভাবকরা গোবিন্দগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার সূত্র ধরে বুধবার রাতে নীলফামারী থেকে অভিযুক্ত শাফিউল ইসলাম এবং অপহৃত নাবালিকাকে আটক করে র্যাব-১৩ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে।
পুলিশ আরও জানায়, মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়া এবং কোর্টে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দি গ্রহণের পর নাবালিকা শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল