আফগানিস্তান সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময়ই সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তারা। উপস্থিত সমর্থকদের দুয়ো, ক্ষোভের স্লোগান এবং তীব্র সমালোচনার শিকার হয়েছেন খেলোয়াড়রা।
সমর্থকদের এই ক্ষোভ কষ্ট দিয়েছে নাসির হোসেনকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, আমরা ক্রিকেট প্লেয়ার, তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে তাহলে হেরে গেলে কেনো শুধু ১১ জন কষ্টের দায়ভার বহন করবে?
আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়? আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না?
তিনি আরও লেখেনে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করবো, হার জিত তোহ থাকবেই-এতে করে ভেঙে পরা যাবে না, আমরা আরও শক্তিশালী হয়ে মোকাবিলা করে দেখিয়ে দিতে চাই, আর চাই ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন।
বিডি প্রতিদিন/এমআই