বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-ইংল্যান্ডের নারী বিশ্বকাপের ম্যাচ। জয় প্রায় হাতের নাগালে রেখেও হতাশায় ফিরতে হলো ফাতিমা সানাদের। পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে দুই দলকেই।
বিশ্বকাপে পাকিস্তানের এটিই প্রথম পয়েন্ট। চার ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দলটি এখন আট দলের মধ্যে আটে।
কলম্বোতে বুধবার ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টির আনাগোনা। বৃষ্টির বাধায় ৩১ ওভারে নেমে আসে ম্যাচ। সেই ম্যাচে ইংল্যান্ডের করা ১৩৩ রানের জবাবে ডিএলএস পদ্ধতিতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১১১ রান।
জবাবে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান—৬.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৩৪ রান। ওপেনার মুনিবা আলী ২২ বলে ৯ ও ওমাইমা সোহেইল ১৮ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন।
ঠিক তখনই আবার নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর খেলা আর শুরু করা যায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, দুই দলকেই পয়েন্ট ভাগ করে নিতে হয়। এ নিয়ে কলম্বোতে টানা তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর হতাশ পাকিস্তান
অধিনায়ক ফাতিমা সানা বলেন, ‘আজ এমন একটা দিন ছিল, যখন আমরা তাদের হারাতে পারতাম। কিন্তু সেটা আমাদের হাতে ছিল না।’
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি ভালোভাবেই জানতাম। জানতাম, এই উইকেট পেসারদের জন্য সহায়ক। জানতাম, এটা আমাদের জন্য ভালো সুযোগ ছিল—কিন্তু সেটা আর হলো না।’
বিডি প্রতিদিন/নাজিম