বহুল কাঙ্ক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শেষ হবে বিকেল ৪টায়। ৩৫ বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে ভোট দেওয়ার পর অমোছনীয় কালি মুছে যাওয়ায় স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কিছু প্রার্থী।
শহিদ হবিবুর রহমান হলের ভিপি প্রার্থী আবু রায়হান বলেন, কমিশন বলেছিল কালি অমোচনীয় হবে। এখন ভোট দিয়ে দেখছি সেটা ঘষা দিলেই মুছে যাচ্ছে। যা যথেষ্ট শঙ্কার বিষয়।
সকাল ৯টা থেকে একযোগে নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এতে বুথ আছে ৯৯০টি। ভোটারদের চেকিং ও নির্দেশনা মেনে কেন্দ্রে প্রবেশে কাজ করছে রোভার স্কাউটস ও বিএসসি কর্মীরা। নিরাপত্তায় পুলিশ সদস্যরাও আছেন।
প্রিজাইডিং কর্মকর্তা ড. মোতাহার হোসেন বলেন, অমোচনীয় কালিই ক্রয় করেছিল কমিশন। তবে কেন এমন হচ্ছে সেটা যাচাই করছি।
বিডি প্রতিদিন/এমআই