ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন সারাবছরই লক্ষ্য করা যাচ্ছে। সামান্য জ্বর ও সুপ্ত উপসর্গ নিয়েও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা একটি সচেতনতামূলক আলোচনা সভা করেছে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম চত্বরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিকার ও করনীয় বিষয়ে আলোচনা করেন উপস্থিত শিক্ষার্থীরা।
আলোচনাসভায় উপস্থিত শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বৃষ্টির পানি যেখানে সেখানে পানি জমে থেকে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। তাই আমরা নিজেরা সচেতন হই। যেখানে সেখানে ডাবের খোল, ফুলের টব ও পানি জমে এমন জিনিস না ফেলি। এতে প্রাকৃতিকভাবে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।’
শিক্ষার্থী সুহাইল আহমেদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের আজকের প্রোগ্রামটি সময়োপযোগী ছিল। এখানে ডেঙ্গুর সচেতনামূলক আলোচনা করা হয়েছে। যেমন দিনের বেলায় মশারি অথবা কয়েল জ্বালিয়ে রাখা। ফুলহাতার জামাকাপড় পরিধান করা যাতে মশার থেকে রেহাই পাওয়া যাবে।’
বসুন্ধরা শুভসংঘ জবি শাখার সভাপতি মো. জুনায়েত শেখ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার সংকীর্ণ ও গিঞ্জি পরিবেশের মধ্যে থাকেন। এতে তাদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি আরও বেশি। তাই শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধি করতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আশা করছি এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি পাবে।
আলোচনাসভায় উপস্থিত শিক্ষার্থীদের ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় জবি শাখা বসুন্ধরা শুভসংঘের সামিয়া, আলী কাজী, ইশমাম, নাজির, তৌফিক, বুশরাত, ফারজানা, তামিমী, শাহরিয়ার, রাসেল, নুসরাতি সহ অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক