আসন্ন দীপাবলির আলোয় যখন ভারত সেজে উঠছে, তখনই এক ২১ বছর বয়সী যুবকের মর্মস্পর্শী পোস্ট সোশ্যাল মিডিয়ায় গভীর শোকের ছায়া ফেলেছে। মারণ রোগ স্টেজ ফোর কলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে, ওই যুবক নিজের শেষ দিনগুলি গোনার এক যন্ত্রণাদায়ক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, হয়তো এবারই তার জীবনের 'শেষ দ্বীপাবলি।’
২০২৩ সালে মারণ ব্যাধিতে আক্রান্ত হন এই যুবক। রেডিট প্ল্যাটফর্মের সাবরেডিটে শেয়ার করা তার হৃদয়ের রক্তক্ষরণ করা এই পোস্টটি হাজার হাজার মানুষের প্রার্থনা এবং সহমর্মিতা পেয়েছে।
কয়েকমাস ধরে চলা কেমোথেরাপি আর হাসপাতাল বাসের পর চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমস্ত চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হয়েছে। ওই তরুণের আর বেশিদিন বেঁচে থাকার সম্ভাবনা নেই। বছর ফুরোনোর আগেই জীবন ফুরিয়ে আসার এই কঠিন সত্যিটা মেনে নিয়ে সেই যুবক লিখেছেন, খুব শীঘ্রই দ্বীপাবলি আসছে, আর রাস্তায় আলো জ্বলে উঠেছে। এটা মেনে নেওয়া কঠিন যে হয়তো এই আলো আমি শেষ বারের মতো দেখছি। আলো, হাসি, আর শব্দ—সবকিছুর অভাব বোধ করব। সবার জীবন যখন স্বাভাবিক গতিতে চলছে, তখন আমার জীবন নীরবে শেষ হয়ে আসছে, এটা দেখা খুব অদ্ভুত। আমি জানি, আগামী বছর আমার জায়গায় অন্য কেউ প্রদীপ জ্বালাবে, আর আমি শুধু স্মৃতি!
পোস্টে তিনি তাঁর অপূর্ণ স্বপ্নের কথা জানিয়েছেন—ভ্রমণ করা, নিজের ব্যবসা শুরু করা এবং একটি কুকুর পোষা। সময়ের স্বল্পতা সেই সমস্ত স্বপ্নকে ক্রমশ ম্লান করে দিচ্ছে।
তার আবেগঘন পোস্টের সমাপ্তি ঘটে এই কটি কথায়, তারপরই মনে পড়ে, আমার হাতে সময় ফুরিয়ে আসছে, আর এই ভাবনাটা ফিকে হয়ে যায়। আমি বাড়িতে আছি, আর বাবা-মায়ের চোখেও সেই বিষাদ দেখতে পাচ্ছি। কেন এই পোস্ট করছি, জানি না। হয়তো শুধু সবকিছু জোরে বলে দিতে চাইছি—নীরবে মিলিয়ে যাওয়ার আগে একটা সামান্য পদচিহ্ন রেখে যেতে চাই।
‘যদি অলৌকিক কিছু ঘটে...’—যুবকের এই শিরোনামে হাজার হাজার ব্যবহারকারী শোক প্রকাশ করেছেন। অনেকে আবার অলৌকিক কিছু ঘটার জন্য প্রার্থনাও করেছেন। সহানুভূতির পাশাপাশি এসেছে তাঁর প্রতি অদম্য সাহস এবং শেষ দিনগুলি উপভোগ করার বার্তা।
একজন ব্যবহারকারী লিখেছেন, আমি আশা করি, একটি অলৌকিক ঘটনা ঘটবে, তোমার ক্যান্সার হারবে, আর সব ঠিক হয়ে যাবে! সাহস হারিয়ো না, বন্ধু। একই সঙ্গে, তোমার যা আছে, তার সদ্ব্যবহার করো। রাতে লম্বা হাঁটা, সকালে পাখির গান শোনা... জীবনকে উপভোগ করো।
আরেকজন মন্তব্য করেছেন, আমারও স্বপ্ন ছিল, জানো?—এই অংশটা আমাকে ভেঙে দিয়েছে... তোমার জন্য অনেক ভালোবাসা রইল। শেষ না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায় না।
তৃতীয় একজন বলেন, তোমার এই বার্তায় যে সাহস আর শান্তি রয়েছে, তার কাছে কোনো শব্দই যথেষ্ট নয়। তোমার প্রতিটি মুহূর্ত আলো আর ভালোবাসায় ভরে উঠুক।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল