২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বছর পরীক্ষায় অংশ নেয় মোট ১০৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ১৮৫ জন। ফলে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
বোর্ডের তথ্যানুযায়ী, মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫ হাজার ৬১০ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ৭৭ হাজার ২৯১ জন এবং মেয়ে শিক্ষার্থী ছিল ২৮ হাজার ৩১৯ জন।
ছেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৫ হাজার ১৪৩ জন, পাসের হার ৫৮.৪১ শতাংশ। অপরদিকে, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ২১ হাজার ৪২ জন পাস করেছেন, পাসের হার ৭৪.৩০ শতাংশ।
বোর্ডে মোট ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৩৯৭ জন এবং মেয়ে শিক্ষার্থী ১ হাজার ২১৩ জন।
এ বছর মোট ৭৩৩টি কেন্দ্রে ও ১ হাজার ৮৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/কেএ