চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার থেকে একটি রাজ গোখরা (কিং কোবরা) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে। তবে গুরুতর আহত অবস্থায় সাপটি বর্তমানে চট্টগ্রামে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, এক পাহাড়ি ব্যক্তি গত এক সপ্তাহ ধরে সাপটি গলায় পেঁচিয়ে বাজারে ঘুরে বেড়াতেন। তিনি সাপটি দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাতেন এবং বিক্রিও চেষ্টাও করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার দলের সদস্যরা ক্রেতা সেজে ওই ব্যক্তির কাছ থেকে সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তা দিয়ে খেলা দেখানো হচ্ছিল। এতে সাপটি গুরুতর আহত হয়। বর্তমানে এটি বন বিভাগের হার্পেটোলজিস্টের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। প্রায় আট ফুট দৈর্ঘ্যের রাজ গোখরাটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে বন বিভাগের মাধ্যমে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ বন বিভাগের হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, সাপটির অবস্থা বেশ খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত আছে। চিকিৎসা চলছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। এরপর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম