মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ অক্টোবর) এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন এ তথ্য জানান।
তিনি বলেন, আমেরিকাতে যে চারটা মিশন অফিস আছে, সেখানে এনআইডির নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে। ১০ জনের এনআইডি কার্ড এখান থেকেই প্রসেস করে এবং নম্বর হওয়ার পর হস্তান্তর করেছি।
বর্তমানে ১১টি দেশে-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা জাপান ও যুক্তরাষ্ট্রের ১৭টি স্টেশনে প্রবাসীদের নিবন্ধন ও ভোটার করার কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশে এরই মধ্যে ১৪ হাজার এনআইডি বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই