চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার প্রবাসী মো. ইউনুস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম ওরফে আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার খোরশেদুল আলম ওরফে আবুল কালাম (৫৮) ফটিকছড়ির নানুপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরীর চকবাজারের ওলিখাঁ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে খোরশেদুল আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল