সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন, সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও এবং মিঠু বিশ্বাস।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন বিকেলে প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে তরুণীর পথরোধ করে তিন যুবক। তারা মাদকাসক্ত অবস্থায় তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ঘটনার পর ভুক্তভোগী লজ্জা ও সামাজিক সম্মানের কথা ভেবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিনি থানায় মামলা করেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও মুসল্লিরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাভার মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তাদের আইনের আওতায় আনা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ঘটনাস্থল বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ধর্ষণের পর থেকে তারা পলাতক রয়েছে এবং ভুক্তভোগী পরিবারের প্রতি বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/আশফাক