ঢাকায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পর সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে।
রবিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সকাল সাড়ে ১০টায় সংবাদমাধ্যমকে বলেন, এখনও আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি। নির্বাপণ করতে কতো সময় লাগতে পারে, সেটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় সেনা, নৌবাহিনী ও বিজিবি। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে সাত ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। কয়েকটি ফ্লাইট সিলেট এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ৯টার দিকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
ফায়ার সার্ভিস রাতেই জানিয়েছিল, আগুন আর নতুন করে বাড়ার বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।
কার্গো সেকশনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে পুড়ে যাওয়া কার্গো সেকশনে ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াকে সদস্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান ও তারেক হাসান, ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসানকে সদস্য করা হয়েছে।
এ ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ পাওয়া গেলে সরকার 'তাৎক্ষণিক ও দৃঢ়’ পদক্ষেপ নেবে জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ