গত মৌসুমে প্রিমিয়ার লিগ বেশ স্বাচ্ছন্দ্যে জয়ের পর এ মৌসুমে দলকে আরও শক্তিশালী করতে ইউরোপের সেরা কয়েকজন ফুটবলারকে দলে টেনেছিল লিভারপুল।
আর্নে স্লটের নেতৃত্বে ‘দ্য রেডস’ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রায় ৪১৬.২ মিলিয়ন পাউন্ড খরচ করেছে—যা ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি। দলে যোগ দেন আলেকজান্ডার ইসাক, ফ্লোরিয়ান ভার্টজ এবং হুগো একিতিকে।
তবে এত বড় বিনিয়োগের পরও এখন কিছুটা চাপের মুখে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হেরেছে তারা। যদিও দলটি এখনো লিগ টেবিলের তৃতীয় স্থানে, তবুও রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রশ্ন উঠছে, কী হচ্ছে লিভারপুলে?
নতুন খেলোয়াড়দের নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে সময় লাগাটাই স্বাভাবিক, কিন্তু মনে হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া দলের ভারসাম্যে প্রত্যাশার চেয়ে বড় প্রভাব ফেলেছে।
রক্ষণে কিছু প্রশ্ন থাকলেও, ক্লাবের হয়ে ১৮ গোল ও ৬৪টি অ্যাসিস্ট দেওয়া এই ২৭ বছর বয়সী খেলোয়াড়ের অনুপস্থিতি শুধু মাঠেই নয়, দলের সামগ্রিক খেলায়ও প্রভাব ফেলছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম