ফেনীর সোনাগাজীতে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. হারুন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘কালা হারুন’ নামে পরিচিত।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা কালা হারুনকে গাঁজাসহ আটক করে পুলিশে খবর দেন। পরে সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তসলিম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেন।
স্থানীয়দের দাবি, কালা হারুন দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে তিনি একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। তবে কারামুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।
পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং–১২) দায়ের করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
বিডি প্রতিদিন/আশিক