খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ, ঢেউটিন, খাদ্যশস্য ও কৃষি যন্ত্রাংশ বিতরণ করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) রামগড় ইউনিট।
রবিবার সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম পিএসসি উপকারভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানপ্রধানদের হাতে মানবিক সহায়তার এসব সামগ্রী তুলে দেন।
সহায়তার অংশ হিসেবে ঘর নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ১০ বান্ডেল ঢেউটিন, ২০টি পরিবারকে খাদ্য সহায়তা, একজন নারীকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন, পাঁচটি পরিবারকে কৃষি উপকরণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও বই বিতরণ করা হয়।
এ ছাড়া অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা, মসজিদ-এতিমখানা এবং শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম পিএসসি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকায় সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক শামসুল হকসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল