বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। তবে আল্লাহ ছাড়া কারো সাধ্য নেই এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার। জনগণ ৩১ দফা আন্দোলনের আলোকে ঐক্যবদ্ধ হলে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জয় হবে ঐক্যবদ্ধ জনগণের, ষড়যন্ত্রকারীদের নয়।’
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপির আয়োজনে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী ও মহিলাদের নিয়ে পৌরসভার রাজিয়া চৌধুরী (আরসি) পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। আমরা আপনাদের সুশৃঙ্খল ঐক্য ও ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।’
ব্যবসায়ীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আপনারা নির্বিঘ্নে ও নিঃসংকোচে ব্যবসা করবেন। বিএনপি সবসময় ব্যবসায়ী সমাজের পাশে রয়েছে।’
সভায় পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর মহিলা দলের সদস্য সচিব এসতেয়ারা বেগম, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, আল মামুন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ