ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভালো শুরু পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭৪ রানের জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে স্পিনার নাসুমকে দলে ফিরিয়েছে টাইগার ম্যানেজমেন্ট।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩০ বছর বয়সী এই স্পিনার প্রায় এক বছর পর আবারও ওয়ানডে দলে ফিরলেন। তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট শিকার করেছেন নাসুম।
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
বিডি প্রতিদিন/এমআই