বিয়ের দুই বছরের মাথায় মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার দিল্লির একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার স্ত্রী।
সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতি শেয়ার করে সন্তানের আগমনের খবর জানান পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
বিবৃতিতে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা লিখেছেন, অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে।
সন্তান আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন পরিণীতি-রাঘব। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ আরও অনেক তারকা।
এর আগে শনিবার শ্বরশুবাড়ি দিল্লিতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। রবিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন পরিণীতি ও রাঘব। গত আগস্ট মাসে পরিণীতি ও রাঘব জানিয়েছিলেন, শিগগিরই তাদের প্রথম সন্তান আসতে চলেছে। আজ তাদের হৃদয় পরিপূর্ণ হলো।
বিডি প্রতিদিন/কেএ