সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আকরামুজ্জামান। এতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি এস এম ফরহাদ।
রবিবার অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কাজী আশরাফুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে সংগঠনের ৬৫ সদস্যের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যনির্বাহী কমিটির আটটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যেক পদে ছিলেন দু’জন করে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে নির্বাচন কমিশন ভোট গণনা শুরু করে।
বিকেল সাড়ে ৪টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে বর্তমান সভাপতি দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ও চ্যানেল আইয়ের যশোর প্রতিনিধি আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাবেক সভাপতি এম আইউব পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির স্টাফ রিপোর্টার এস এম ফরহাদ ৫২ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট।
এ ছাড়া সহ-সভাপতি পদে বি এম আসাদ পেয়েছেন ৪২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে বর্তমান কোষাধ্যক্ষ এম এ আর মশিউর ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পেয়েছেন ২৯ ভোট। কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ৩৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম তারেক ৩০ ভোট পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ২৭ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন পেয়েছেন ৩৩ ভোট, প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মোহন পেয়েছেন ৩০ ভোট। কার্যনির্বাহী সদস্যের একটি পদে হানিফ ডাকুয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এম এ রহমান পেয়েছেন ২০ ভোট।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এবারের নির্বাচন পরিচালনা করে। ভোটগ্রহণকালে হাজির ছিলেন যুগ্ম শ্রম অধিদপ্তরের একজন কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই