ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় চোরাচালানের সময় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মোবাইল ডিসপ্লে ও শীতের কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে উপজেলার চম্পকনগর এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই মালামাল জব্দ করে।
পরে রবিবার দুপুরে বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এরই অংশ হিসেবে গোপন সংবাদ পেয়ে রবিবার ভোরে বিজিবির একটি দল চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস স্মার্টফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের শীতের কম্বল এবং একটি মিনি পিকআপ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় যেকোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকান্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, বিজিবির সূত্রমতে গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে ২৫-বিজিবি ব্যাটালিয়ন।
বিডি প্রতিদিন/এএম