বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) এবং তার সহযোগী রুইহং ম্রো (৬০)-কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৩৮ বিজিবি বলিপাড়া জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবি’র বলিপাড়া জোনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি’র একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ‘শীর্ষ অস্ত্র ব্যবসায়ী’ হিসেবে পরিচিত ওয়েবার ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বলিপাড়া জোন উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ অপারেশনের মাধ্যমে ওয়েবার ত্রিপুরার সহযোগী রুইহং ম্রোকে (৬০) গ্রেপ্তার করা হয়। রুইহং ম্রো অবৈধ অস্ত্র চোরাচালানকারী হিসেবে পরিচিত। এ সময় তার কাছ থেকে ৩০ রাউন্ড এ্যামুনিশন, ১টি গ্রেনেড, ম্যাগাজিন ১টি, ১টি দেশীয় পিস্তল, ১ বক্স মর্টারের গোলা, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল এবং ১টি চেক বই উদ্ধার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের থানচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
৩৮ বিজিবি ব্যাটালিয়নের বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পার্বত্য অঞ্চলে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাস দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে বলিপাড়া জোনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ