গাজীপুরে কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে কালী বানার নদীর পানিতে ডুবে দুই নারী মারা গেছেন। এ সময় গুরুতর আহত দীনা আক্তার চিকিৎসাধীন রয়েছেন। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ওই নদী থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা।
নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার খিরাটি দক্ষিণপাড়া গ্রামের অছিম উদ্দিনের স্ত্রী বিলকিছ আক্তার (৪০) ও একই গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নের মাঝখানে কালী বানার নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা আটকা পড়ায় পানির প্রবাহ অনেকটা থেমে যায়। ফলে গত তিনদিন আগে খিরাটি দক্ষিণপাড়া এলাকায় নদীর তীরে ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। ফলে নদীর ভাঙ্গন রোধে স্থানীয়রা মিলে নদীর কচুরিপানা পরিষ্কার করতে উদ্যোগ গ্রহণ করে। রবিবার সকালে কচুরিপানা পরিষ্কার করার জন্য স্থানীয় নারী ও পুরুষের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে কচুরিপানা পরিষ্কার শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার, দীনা আক্তার, নারগিছ আক্তার, মাসুদা বেগম ও নাজমুন নাহার কচিসহ সাত সদস্যের নারী দলটি উজানের দিকে নায়েবে বাড়ি এলাকায় এবং দশ সদস্যের পুরুষের দলটি ভাটার দিকে কচুরিপানা পরিষ্কার করছিল। ভাটা এলাকায় থাকা পুরুষ দলের কচুরিপানা পরিষ্কারের ফলে নদীর পানি হঠাৎ করে নিচে নামতে শুরু করে। এ সময় হঠাৎ নদীর পানির স্রোতে বৃদ্ধি পেলে এবং তাদের পায়ের নিচের বালু সড়ে যেতে থাকলে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার ও দীনা আক্তার পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় সালমা আক্তার ও দীনা আক্তারকে উদ্ধার করতে পারলেও লিপি বেগম ও বিলকিছ আক্তারকে খুঁজে পায় নি। প্রায় ঘন্টা খানেক পরে লিপি বেগমের লাশ নায়েবের বাড়ি সেতুর কাছে ভেসে উঠে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা পর বিকাল সোয়া পাঁচটার দিকে বিলকিছ আক্তারের লাশ উদ্ধার করে। দীনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় পাশ^বর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট এবং টঙ্গি ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বিলকিছ আক্তারকে বিকেল সোয়া পাঁচটার দিকে উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি মোঃ আব্দুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম