চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মো. ইউসুফ মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১৯ অক্টোবর) ভোররাত ৫টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই ইউনিয়নের ছেরু হাফেজ বাড়ির মো. খুরশিদ আলমের পুত্র।
স্বজনদের বরাতে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, ইউসুফ মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। শনিবার দিবাগত রাতে সে বাহির থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে সবার অগোচরে রান্না ঘরের চালের বাঁশের সাথে রশি পেঁচিয়ে ফাঁস দেয়। পরে রান্নাঘরের ভেতরে তার লাশ দেখে পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
বিডি প্রতিদিন/এএম