কাউকে খুশী করতে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে(এনসিপি) শাপলা প্রতীক দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত জেলা সমন্বয় সভায় সারজিস এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী ফয়সল করিম সোহেব।
সারজিস বলেন, শাপলা প্রতীক দিতে কোন আইনগত বাধা না থাকার পরও প্রতীক দেওয়া হচ্ছে না। এর পেছনে কমিশন কোন আইন দেখাতে পারেনি। আগামী নির্বাচনে শাপলা প্রতীকে এনসিপি নির্বাচন করবে বলেও জানান তিনি।
এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারছে না। তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। শাপল প্রতীক নিয়ে টালবাহানা করা না হলে রাজপত্রে তা মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদ জনগণ মেনে নিবে বলেও জানান সারজিস। সভায় দিনাজপুরের ১৩ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সকালে সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম নির্বাচনী প্রতীকে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় বলে জানান।
বিডি প্রতিদিন/কামাল