জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা মিনি ম্যারাথনের মধ্য দিয়ে রবিবার (১৯ অক্টোবর) শেষ হয়। প্রতিযোগিতা শেষে ক্লাব ভবনের জহুর হোসেন চৌধুরী হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. আনোয়ার উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, কাদের গনি চৌধুরী ও একেএম মহসীন। এছাড়াও ক্লাবের সিনিয়র সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ