ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনটি অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
রবিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান প্রবেশদ্বার এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এমন স্পর্শকাতর স্থানে বারবার অগ্নিকাণ্ড ঘটানো শুধু দুর্ঘটনা হিসেবে দেখা যায় না। এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
ইউট্যাবের নেতারা বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ আমদানি করা পণ্যের ক্ষতি হয়েছে এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। এটি জাতীয় অর্থনীতির জন্য এক বিশাল ধাক্কা। আমরা মনে করি, এই ধরনের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, নিরাপত্তার দুর্বলতা এবং অব্যবস্থাপনার পরিচায়ক।
ইউট্যাব নেতারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন একটি বিপর্যয়মূলক ঘটনা ঘটেছে। আমরা দৃঢ়ভাবে মনে করি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ব্যাহত করার হীন উদ্দেশ্য থাকতে পারে। তাই অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রকারীর যোগসূত্র রয়েছে কিনা তা দ্রুত, নিরপেক্ষ ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।
সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অগ্নিকাণ্ডের মূল কারণ উদঘাটন করে দায়ীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বিমানবন্দর ও কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করা হোক। ক্ষতিগ্রস্ত আমদানি-রফতানিকারকদের তালিকা তৈরি করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হোক।
ইউট্যাবের নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে সরকার এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব করবে না। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাই এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার কার্যকর ভূমিকার প্রশংসা করি।
বিডি-প্রতিদিন/মাইনুল