ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৫।
আগামী ২৩-২৫ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এটি অনুষ্ঠিত হবে।
এই এক্সপোতে পরিবেশবান্ধব এবং টেকসই উপায়ে পোশাক উৎপাদন ও পণ্য প্রদর্শনী, উন্নত ফ্যাব্রিক প্রযুক্তি, গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ এবং উচ্চ-পর্যায়ের নেটওয়ার্কিং ইভেন্ট থাকবে।
এই এক্সপোতে সাংহাই ক্লাইমেন উইক সহযোগী অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। এই অংশীদারিত্বকে আরও জোরালো করতে ১৫ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল এতে অংশ নেবে।
এই আয়োজন ভবিষ্যতের টেক্সটাইল শিল্পকে নতুন এক রূপ দেওয়ার জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ