টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০০টি মসজিদে অর্থ সহায়তা প্রদান করেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন আলমগীর।
১৫ অক্টোবর উপজেলা মাঠে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লাবিব গ্রুপ-এর ডিএমডি মাহমুদুল আলম মনির।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আলমগীর বলেন, “মানুষের কল্যাণে কাজ করার আনন্দ অন্য কিছুর সাথে তুলনা চলে না। আমাদের প্রত্যেকেরই উচিত সমাজের উন্নয়নে অংশ নেওয়া।”
তিনি গত ২৫ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান এবং দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার ফাউন্ডেশন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দরিদ্রদের আর্থিক সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সালাউদ্দিন আলমগীরের এই অনুদান সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।