ডিআরসি-আইসিএবি ইন্টার-ফার্ম ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (সিজন ২)-এর চ্যাম্পিয়ন হয়েছে ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। গত শুক্রবার সিএ ভবনে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে তারা আকনাবিন অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
ফাইনালের বিতর্কের বিষয় ছিল ‘মেগা-প্রজেক্ট মডেল বাংলাদেশের অর্থনীতির জন্য সাফল্য নয়, বরং এক ফাঁদ’। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহ-সভাপতি মো. রকনুজ্জামান এফসিএ।
বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের ২৪টি দলের অংশগ্রহণে জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন এস এম মাহমুদুল হাসান, জুনায়েদুল হক সাজিদ, মালিহা আনজুম মৌরি এবং ফাইয়াজ ইসলাম, দলনেতা হিসেবে নেতৃত্ব দেন টিম ম্যানেজার মো. রেজাউল হক এ সি এ এবং সহায়তা করেন টিম কো-অর্ডিনেটর সুতীর্থ রায়। দলটি জানায়, এই অর্জন তরুণ পেশাজীবীদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশে আইসিএবি’র ইতিবাচক ভূমিকার প্রতিফলন।
বিডি-প্রতিদিন/শআ