আইসিসি নারী বিশ্বকাপে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। আলিশা হেলির ৭৭ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংসে সহজেই জিতে যায় অসি মেয়েরা। আরেক ওপেনার ফবি লিচিফিল্ড করেন ৭২ বলে ৮৪ রান। ম্যাচসেরা অসি বোলার অ্যালানা কিং ১০ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। বড় ব্যবধানের এ জয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গত বিশ্বকাপে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ফাইনালে।
গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। উদ্বোধনী জুটিতে ৩২ রান করেন রুবাইয়া-ফারজানা। নবম ওভারের শেষ বলে মেগ্যান স্কাট ফারজানাকে সাজঘরের পথ দেখান। মাত্র ৮ রান করেই ফার্স্ট স্লিপে বেথ মুনিকে ক্যাচ দেন ফারজানা। কোনো ভুল করেননি বেথ। ক্যাচ লুফে নেন তিনি। এরপর শারমিনকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করতে থাকেন রুবাইয়া। দ্বিতীয় উইকেট জুটিতে ৪১ রান করেন রুবাইয়া-শারমিন। ১৮তম ওভারের পঞ্চম বলে অ্যাশলে গার্ডনার আউট করেন রুবাইয়া হায়দারকে। ৫৯ বলে ৪৪ রান করেন তিনি। ৮টি চার হাঁকিয়েছেন এই ওপেনার। ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে দ্বিতীয় ফিফটির খুব কাছে ছিলেন রুবাইয়া। আগের চার ম্যাচে তিনি করেন ৮৭ রান। দিনে দিনে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন রুবাইয়া।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে। বড় জুটি গড়তে পারেননি নিগার সুলতানা, স্বর্ণা আক্তার, রিতু মনিরা। তবে ১০ম উইকেট জুটিতে অস্ট্রেলিয়ান বোলারদের আক্রমণ রুখে দেন সোবহানা মোসতারি। ফারিহাকে সঙ্গে নিয়ে শেষ উইকেট জুটিতে করেন ৩৩ রান। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সোবহানা। ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ান বোলারদের তুলাধুনা করেন। ৯টি চার হাঁকান। শেষ ২৫ বলেই করেন ৩৩ রান। এর মধ্যে ফারিহা ৪ বলে করেন ১ রান। বাকি রান আসে সোবহানার ব্যাট থেকে। অবশ্য বেশ কয়েকবার ক্যাচ দিয়েও বেঁচে যান সোবহানা। অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন। সোবহানার মতো দৃঢ়তা দেখাতে পারেননি আর কোনো ব্যাটার। শারমিন আক্তার ১৯ রান করেন ৩৩ বলে। ৩টি চারের মার ছিল তার ইনিংসে।
অধিনায়ক নিগার সুলতানা ৩৫ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন। এ ছাড়াও স্বর্ণা আক্তার ৭, রিতু মনি ২, ফাহিমা খাতুন ৪, রাবেয়া খাতুন ৬ ও নিশিতা ১ রান করেন। ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট শিকার করেন আলানা কিং, জর্জিয়া ওয়ারেহাম, অ্যানাবেল ও অ্যাশলে গার্ডনার। এ ছাড়াও একটি উইকেট নেন মেগ্যান স্কাট।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয়ে। প্রথম ম্যাচ জিতে রাউন্ড রবিন পর্বের বাধা পাড়ি দেওয়ার আশা জাগিয়েছিলেন নিগার সুলতানারা। তবে এরপর থেকে টানা হেরেই চলেছে দলটা। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায়। টান টান উত্তেজনার সেই ম্যাচে ভালো সুযোগ তৈরি করেছিলেন নিগাররা। তবে শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে পরাজয়।
১০০ রানে বাংলাদেশের বিপক্ষে জিতে যায় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ একটা ম্যাচ উপহার দেন নিগাররা। বাংলাদেশের করা ২৩২ রান টপকাতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয় শেষ ওভার পর্যন্ত। শেষদিকে একের পর এক উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন নাহিদারা। তবে শেষ রক্ষা হয়নি। ৩ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে থেকে গতকাল অস্ট্রেলিয়ার কাছে হেরে নিগারদের সংগ্রহ ৫ ম্যাচে ২ পয়েন্ট। বাংলাদেশের এখন শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ বাকি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৯৮/৯, ৫০ ওভার।
অস্ট্রেলিয়া : ২০২/০, ২৪.৫ ওভার।
ফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী