ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) সিরিজ বৈঠক। মাঠ প্রশাসনের নির্বাচনি প্রশিক্ষণ শুরু হবে ২০ অক্টোবর। ওইদিন উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ শুরু হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। চলবে ১১ নভেম্বর ২০২৫ (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী।
এদিকে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের ছয় বিভাগের সঙ্গে বৈঠকে বসছে ইসি। ২২ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হবে। গতকাল ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া ২০ অক্টোবর সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি। গত মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ২০ অক্টোবর সেনা, নৌ, বিমানসহ অন্যান্য বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা হবে।