রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের স্থান থেকে এখনো বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। রাসায়নিকের বিক্রিয়ার কারণে পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকালও ভিতরে সার্চ অপারেশন চালাতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটিকে সহযোগিতা করতে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে পুলিশের বিশেষায়িত টিম। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (বিসিআইসি) সিনিয়র জিএম মনজুর রেজার নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল। তারা বলেছেন, শুক্রবার (আজ) পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এদিকে বুধবার ছয় লাশের ময়নাতদন্তের পর গতকাল অন্য ১০টি লাশেরও ময়নাতদন্ত করা হয়েছে। এ ছাড়া সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ নমুনা দিয়েছেন আরও কয়েকজন স্বজন।
জানা গেছে, গতকাল সকালে ফায়ার সার্ভিসের চার সদস্য বিশেষ পোশাক পরে অক্সিজেন মাস্ক নিয়ে গুদামের ভেতরে প্রবেশ করেন। কিন্তু পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা দ্রুত বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কেমিক্যাল গুদামের ভিতরে ক্রিমের মতো প্রায় হাঁটুসমান কেমিক্যাল রয়েছে। এখনো ধোঁয়ায় ভরা থাকায় ভিতরে কিছু দেখা যাচ্ছে না। বাতাস স্প্রে করে ধোঁয়া কমানোর চেষ্টা করা হচ্ছে। গুদামের ভিতরে বিস্ফোরণে এলোমেলো হয়ে যাওয়া রাসায়নিকের বস্তা ও ড্রাম রয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, লুব-৬০ নামের দূরনিয়ন্ত্রিত একটি যন্ত্রের মাধ্যমে বাতাস সৃষ্টি করে ধোঁয়া অন্যদিকে সরিয়ে ভিতরে ‘গ্রাউন্ড সিস্টেম’ স্থাপন করে পানি দেওয়া হচ্ছে। সেই পানি কাদার মতো রাসায়নিক বাইরে বের করে আনছে। অন্যদিকে গতকাল সরেজমিন দেখা যায়, ঘটনাস্থলের সামনের রাস্তায় উৎসুক লোকজনের ভিড় রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মাইকিং করে বিষাক্ত গ্যাসের বিষয়ে মানুষকে সতর্ক করছেন। সেখান থেকে সবাইকে চলে যেতে বলছেন। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিসিআইসির সিনিয়র জিএম মনজুর রেজার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবীরসহ চার সদস্যের টিম। পরিদর্শন শেষে বিসিআইসির সিনিয়র জিএম মনজুর রেজা বলেন, কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে বিষাক্ত গ্যাস জানালা দিয়ে বের হলে গার্মেন্টস শ্রমিকরা অচেতন হয়ে পুড়ে মারা যান।
তিনি আরও বলেন, বিভিন্ন রাসায়নিকের বিক্রিয়ায় গ্যাস টক্সিক হয়ে যায়। আজ শুক্রবার গ্যাসের তীব্রতা কমে আসবে। এখানে পরিত্যক্ত ভবনগুলোতে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে জানিয়ে তিনি আরও বলেন, আবাসিক এলাকায় ছাড়পত্রহীন এসব ফ্যাক্টরি রাখাটা উচিত হবে না।
ফায়ার সার্ভিসের কমিটি : আগুনের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ঢাকা জোন-২ এর সহকারী পরিচালক অতীশ চাকমা, মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল করিম চৌধুরী, ফায়ার সার্ভিস ঢাকা ২৩ এর ওয়্যারহাউস ইন্সপেক্টর সোহরাহ হোসেন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফসির উদ্দিন এবং সদস্য সচিব ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
সবারই ময়নাতদন্ত সম্পন্ন : গত বুধবার ছয় লাশের ময়নাতদন্তের পর গতকাল ১০ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বুধবারের ছয়জনের মধ্যে রয়েছে- মাহিরা আক্তার (১৪), নার্গিস আক্তার (১৮) নুরে আলম (২৩) , সানোয়ার হোসেন (২২), আবদুল্লাহ আল-মামুন (৩৯) ও রবিউল ইসলাম রবিন (১৯)। গতকালের ১০ জনের মধ্যে রয়েছে- মুনা আক্তার সামিরা (১৪), ফারজানা আক্তার (১৫), মুক্তা আক্তার (৩০), অজ্ঞাত মহিলা (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (৩০), অজ্ঞাত পুরুষ (২৬), অজ্ঞাত পুরুষ (২৮), অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২০)। রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুখলেছুর রহমান বলেন, ১৬ লাশের মধ্যে রয়েছে ১০ জন পুরুষ ও ছয় নারী। তাদের মধ্যে ছয়জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। তবে দাবিদার রয়েছে। সব লাশেরই ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের কয়েকজন স্বজন জানিয়েছেন, তারা তাদের স্বজনের লাশ পেতে সিআইডির ফরেনসিক ল্যাবে গতকালও ডিএনএ নমুনা দিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক খুদে বার্তায় জানিয়েছে, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে ডিএমপির বিশেষ টিমও যোগ দিয়েছে। অপরদিকে এ ঘটনায় আলম কেমিক্যাল গোডাউনের মালিক শাহ আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। অগ্নিকান্ডে নিহত গার্মেন্টশ্রমিক ছানোয়ার হোসেনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত আগুনে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।