উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এবারের নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রভিত্তিক ধারাবাহিক ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ভোট গণনা মেশিনে হবে। যে তথ্য পাওয়া যাবে সেটা দুভাবে গণনা হবে। শেষ পর্যায়ে উভয় তথ্য মিলিয়ে নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। সব হল সংসদের পর কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে। এতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।
কমিশনের তথ্যমতে, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ১৭ কেন্দ্রে মোট ভোটার উপস্থিতি ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
এদিন ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে একযোগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে। তবে ভোট শেষে অমোচনীয় কালি মুছে গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রার্থীরা। দুপুরে ছাত্রশিবির ও ছাত্রদল পরস্পরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলে।
তবে অনেক অভিযোগ ভিত্তিহীন বলেছে কমিশন। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ভোট গণনা শুরু হয়।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছোটখাটো ত্রুটি ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কালি নিয়ে একটা অভিযোগ ছিল। তবে এটা ভোটের স্বচ্ছতা রক্ষার্থে কোনো প্রভাব ফেলেনি। কেন্দ্রে বহুস্তরের পর্যবেক্ষণ থাকায় কালি মুছে দ্বিতীয়বার ভোট দিতে যাওয়ার দুঃসাহস কেউ দেখায়নি।
উল্লেখ্য রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে ছাত্রী ভোটার ৩৯ দশমিক ১ শতাংশ এবং ছাত্র ভোটার ৬০ দশমিক ৯ শতাংশ।
ভোট গ্রহণ পরিচালনায় ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার মধ্যে ১৭টি কেন্দ্রে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার। এ ছাড়া ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।