[It happened in Monterey – Frank Sinatra ]
সময়ের কার্নিশে উঁকি দেয় মন্টেরির প্রিয় স্মৃতিছায়া,
মেক্সিকোর আকাশে এখনও উড়ে বেড়ায় সেইসব ফানুস।
রিদমিক এক্যুস্টিকে বেজে ওঠে নক্ষত্রের গান,
মোহময়ী দু’টি ঠোঁট যেন রেড ওয়াইন,
ঢাকে গভীর বিষাদ যত-
যা মোহগ্রস্ত কোনো হৃদয় ভেঙেছে নিরিবিলি সন্ধ্যায়;
বুঝিনি তা আমারই ছিল, বাড়ছে হৃদয় ভাঙার ক্ষত।
এই মন্টেরির-ই কোনো নির্জন ক্যাফেতে; মেরুন সন্ধ্যালোকে
স্বর্গদ্বারে শূন্যতার স্পর্শ রেখে গেছি নরক-নগরীতে,
বেপরোয়া কিছু জাগতিক রাডার এখনও খোঁজে সেই স্পর্শ,
যা সমাধিস্থ করেছি আমি নিজেই- এই মন্টেরিতে।।