শরতের শাদা রৌদ্র ঘরের দেয়ালে;
নার্সের অ্যাপ্রন।
বর্ষায় কী রুগ্ন ছিলো মন
শিউলি ছিলো না ভেজা ডালে।
দুই হাত শিউলি কুড়োয়;
তোমার শাড়িতে এসে যে রৌদ্র ফুরোয়।
শরতের শাদা রৌদ্র ঘরের দেয়ালে;
নার্সের অ্যাপ্রন।
বর্ষায় কী রুগ্ন ছিলো মন
শিউলি ছিলো না ভেজা ডালে।
দুই হাত শিউলি কুড়োয়;
তোমার শাড়িতে এসে যে রৌদ্র ফুরোয়।