বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে ভারত। তাদের সবচেয়ে শক্তির জায়গা ব্যাটিং লাইনআপ। আর সেই ব্যাটিংয়ে আরও আক্রমণাত্মক মানসিকতা তৈরি করতে জোর দিচ্ছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতকে সবচেয়ে ভয়ডরহীন দল হিসেবে গড়ে তুলতে চান তিনি।
শুধু ভারত নয়, বর্তমান ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা আক্রমণাত্মক ব্যাটার সূর্যকুমার যাদব। তবে সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগছেন এই ডানহাতি ব্যাটার। সর্বশেষ এশিয়া কাপেও রান পাননি এই টপ অর্ডার ব্যাটার। তারপরও সূর্যকে নিয়ে চিন্তিত নন গম্ভীর।
ভারত কোচ বলেন, সূর্যের ব্যাটিং ফর্ম নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। আমরা ড্রেসিংরুমে একদম আক্রমণাত্মক টেমপ্লেটটি গ্রহণ করেছি। এই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সূর্যের পক্ষে ৩০ বলে ৪০ রান করে সমালোচনা এড়ানো সহজ, কিন্তু আমরা সম্মিলিতভাবে ঠিক করেছি, এই ধাঁচে খেলার সময় ব্যর্থ হওয়াটা গ্রহণযোগ্য। আমরা চাই, দল ভয় না পেয়ে খেলুক।
অভিষেক শর্মাকে নিয়ে গম্ভীর বলেন, অভিষেক দুর্দান্ত ফর্মে আছে। সূর্য যখন ছন্দে ফিরবে, তখন স্বাভাবিকভাবেই দায়িত্ব নেবে। টি-টোয়েন্টিতে আমাদের লক্ষ্য নির্দিষ্ট সংখ্যক রান নয়, বরং আমরা কী ধরনের ক্রিকেট খেলছি সেটাই মুখ্য। আমরা প্রথম দিন থেকেই ঠিক করেছি, হারার ভয় পাব না। আমি সবচেয়ে সফল কোচ হতে চাই না; আমি চাই আমরা হই সবচেয়ে নির্ভীক দল।
বিডি প্রতিদিন/কেএ