নরসিংদীর মনোহরদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মনোহরদী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী অডিটোরিয়ামে এসে শেষ হয়।
মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়জিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল খালেক, সহ-প্রচার সম্পাদক এ কে এম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই